[Chorus] G D তুমি বৃষ্টি চেয়েছো বলে G Bm কত মেঘের ভেঙ্গেছি মন, C Am G আমি নিজের বলতে তোমায় চেয়েছি। G D তুমি যাওনি কিছুই বলে G Bm আজও পাল্টে ফেলিনি মন, C Am G শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। G Bm C G তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি, G Bm C G ওও... তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি। G D তুমি বৃষ্টি চেয়েছো বলে G Bm কত মেঘের ভেঙ্গেছি মন, C Am G আমি নিজের বলতে তোমায় চেয়েছি। G D তুমি যাওনি কিছুই বলে G Bm আজও পাল্টে ফেলিনি মন, C Am G শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। G Bm C G তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি, G Bm C G Hmmm... তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি। [Instrumental] G Am C D G Am D G Am C D G Bb C [Verse] G Bm তুমি শান্ত, G D Bm তবুও কি চেয়েছি এ মনভাঙত G Am D ভোর হবে ঠিকই রাত জানত C G যতটুকু জড়িয়ে থাকা যায় G Bm C G ওও... তুমি হাসলে... নাকি ফের পেছন থেকে ডাকলে C Am বরাবর দোটানা তে থাকলে... C G কিভাবে আজীবন বাঁচা যায় G Bm C Am G তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো Am C D আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি [Outro] G Bm C G তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি, G Bm C G Hmmm... তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি। G Bm C G তুমি জানতেই পারো না তোমায়....
Lyrics not available
Tab not available
Buy song
Tumi Jantei Paro Na on iTunes store
Support artists with purchashing the original song!
Related Tabs
Advertisement
Leave a comment