[Verse 1] Dm A Dm মন মোর মেঘের সঙ্গী, D G F উড়ে চলে দিগ্দিগন্তের পানে D নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে C A রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। [Verse 2] Dm A Dm মন মোর মেঘের সঙ্গী F উড়ে চলে দিগ্দিগন্তের পানে Dm নিঃসীম শূন্যে, D শ্রাবণ বর্ষণ সঙ্গীতে C A রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। [Verse 3] Dm A মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে Dm F D ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ-আলোকে, Dm D A D মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে F Dm ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে, A# A D ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে F C কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী D G ডাক দেয় প্রলয়-আহ্বানে। Dm A Dm মন মোর মেঘের সঙ্গী F উড়ে চলে দিগ্দিগন্তের পানে Dm নিঃসীম শূন্যে, D শ্রাবণ বর্ষণ সঙ্গীতে C A রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। [Verse 4] Dm C বায়ু বহে পূর্বসমুদ্র হতে Dm উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে, Dm C বায়ু বহে পূর্বসমুদ্র হতে Dm উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে, Dm A C#m মন মোর ধায় তারই মত্ত প্রবাহে A Dm তাল-তমাল অরণ্যে, G C G ক্ষুব্ধ শাখার.. আন্দোলনে। [Verse 5] D A Dm মন মোর মেঘের সঙ্গী F উড়ে চলে দিগ্দিগন্তের পানে Dm নিঃসীম শূন্যে, E D শ্রাবণ বর্ষণ সঙ্গীতে C C A রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। C C A C C A C C A C C D G A
Lyrics not available
Tab not available
Buy song
Mon Mor Megher Sange (Acoustic) on iTunes store
Support artists with purchashing the original song!