[Intro] Fm [Verse 1] Bb Db Eb Cm Fm Cm Db তীব্র আলোর মুখোমুখি আমি Eb Cm Fm Cm Bb Db Eb Fm Cm Db এরা কারা আমায় করে নিচ্ছে আপন? Eb Fm Bb Ab Db Bb Fm Bb Db ছোঁ য়া য় এ মমতা ,স্নেহের উষ্ণতা। [Bridge] Ab Fm Db Fm Db [Chorus] Fm Db Bb Db Eb প্রিয় অন্ধকা র কেমন ছিলে এত দিন? Fm Db ফিরে এলাম তোমার কাছে, Bb Ab G আমায় ছাড়া একা লাগেনি তো? [Bridge] Fm Db Fm Db [Verse 2] Fm Db Fm আলোর জ লে স্নিগ্ধ হ য়ে, Db ভেজা আকাশের ছেঁড়া রঙে, Fm Db Bb আকা শের মিষ্টি শাসনে , Fm Bb Db Eb বেড়ে উ ঠেছি ক্ষণিকে ই। [Chorus] Fm Db Bb Db Eb প্রিয় অন্ধ কার কেমন ছিলে এতদিন? Fm Db ফিরে এলাম তোমার কাছে, Bb Ab G আমায় ছাড়া একা লাগেনি তো? [Bridge] Fm Db Fm Db Fm Db Fm Cm Db Fm Bb G [Verse 3] Cm Dm Bb Cm Bb Ab ছুঁ য়ে গেলাম অনেক প্রাণ, Cm Dm Bb Db আলো ড়ন তু লে তাদের শরীরে, Eb Db দেখলোনা আমায় অনেকেই, Eb Fm Ab থেকে গে লো দূরে… [Riff] Ab Eb Fm Ab Eb Fm Ab Eb Fm Ab Db Bb Dm [Chorus] Fm Db Bb Db Eb প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন? Fm Db ফিরে এলাম তোমার কাছে, Bb Db Eb আমায় ছাড়া একা লাগেনি তো? Fm Db Bb Db Eb প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন? Fm Db ফিরে এলাম তোমার কাছে, Bb Ab G Fm আমায় ছাড়া একা লাগেনি তো?
তীব্র আলোর মুখোমুখি আমি এরা কারা আমায় করে নিচ্ছে আপন ছোঁয়ায়ে মমতা স্নেহের উষ্ণতায় প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন ফিরে এলাম তোমার কাছে আমায় ছাড়া একা লাগেনি তো আলোর জলে স্নিগ্ধ হয়ে ভেজা আকাশের ছেঁড়া রঙে আকাশের মিষ্টি শাসনে বেড়ে উঠেছি ক্ষণিকেই প্রিয় অন্ধকার, কেমন ছিলে এতদিন ফিরে এলাম তোমার কাছে আমায় ছাড়া একা লাগেনি তো ছুঁয়ে গেলাম অনেক প্রাণ আলোড়ন তুলে তাদের শরীরে দেখলো না আমায় অনেকে থেকে গেল দূরে প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন ফিরে এলাম তোমার কাছে আমায় ছাড়া একা লাগেনি তো প্রিয় অন্ধকার, কেমন ছিলে এতদিন ফিরে এলাম তোমার কাছে আমায় ছাড়া একা লাগেনি তো
Tab not available
Buy song
Priyo Ondhokar on iTunes store
Support artists with purchashing the original song!
Related Tabs
Advertisement
Leave a comment