Notun Premer Gaan

by Debraj Bhattacharya feat Surangana Bandyopadhyay

427
[Intro]
   D
e|---------2-3----------|---------2-3----------|
B|---3------------3-----|---3------------3-----|
G|-----2------------2---|-----2------------2---|
D|-0-----0------0-----0-|-0-----0------0-----0-|
A|----------------------|----------------------|
E|----------------------|----------------------|
 
D              D 
Hmmm  Ra ra ra ra
         G                     D 
Ra ra ra ra ra ... Ra ra ra ra ra
 
 
[Chorus]
D                  D
তোমাকেই ভালো লেগেছে

D
তোমাকেই ভালো লেগেছে
    A
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
Bm
এক নদী ভরা স্নান
D
তোমাকেই মনে ধরেছে তাই
A
পুরোনো খাতায় লিখে রাখলাম
G
নতুন প্রেমের গান।
 
 
D       G   D
Hmm...  Hmm Hmm
 
 
[Verse 1]
D                 Bm
আমার আঁধার দিনলিপি জুড়ে
D            A
জ্বেলে দাও তুমি আলো
     G          Em
আরও ভালো, আরো ভালোবেসে তুমি
A           D
উঠোন সাজিয়ে দাও।
 
D                  Bm
তোমার আদর আলগোছ করে
D           A
মায়াভরা চোখে ঢালো
     G                Em
আরো আলো, আরো আলো রঙে তুমি
A           D
এ মাটি রাঙিয়ে দাও।
 
Bm                G
যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে
A                    D
তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে
A
বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান।
 
 
[Chorus]
D
তোমাকেই ভালো লেগেছে
    A
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
Bm
এক নদী ভরা স্নান
D
তোমাকেই মনে ধরেছে তাই
A
পুরোনো খাতায় লিখে রাখলাম
G 
নতুন ...
      D
প্রেমের গান।
 
 
[Verse 2]
D                 Bm 
আমি চেনা গলি, চেনা রাজপথ
    D 
চেনা আলো দিয়ে
     G             A 
মোড়া নগরের থেকে এসেছি।
  Em
তোমার অচেনা দালানে যত পাখি আছে
   G
বলেছে আমাকে যা বলার আছে,
A                          D
চুপ করে আমি সেই সব কথা শুনেছি,
     A             D
আমি শুনেছি, আমি শুনেছি।
G            A       D
নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে
G            A     D
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে,
G          A
আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি।
 
 
[Chorus]
D
তোমাকেই ভালো লেগেছে
A
তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম
              D
মন ভালো করা আলোয়
D
তোমাকেই মনে ধরেছে
     A
দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে,
 
বেশ দুজনে মন্দ ভালোয়।।
 
 
[Outro]
D    D       G   D
Hmm, Hmm ... Hmm Hmm
D    D       G   D
Hmm, Hmm ... Hmm Hmm
              তোমাকেই ভালো লেগেছে 
তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার দালান জুড়ে আঁকলাম 
এক নদী ভরা স্নান,
তোমাকেই মনে ধরেছে তাই 
পুরোনো খাতায় লিখে রাখলাম,
নতুন প্রেমের গান। 

আমার আঁধার দিনলিপি জুড়ে 
জ্বেলে দাও তুমি আলো,
আরও ভালো, আরো ভালোবেসে তুমি 
উঠোন সাজিয়ে দাও। 

তোমার আদর আলগোছ করে 
মায়াভরা চোখে ঢালো,
আরো আলো, আরো আলো রঙে তুমি 
এ মাটি রাঙিয়ে দাও। 

যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে 
তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে,
বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে 
ক্লান্তির অবসান। 

তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার দালান জুড়ে আঁকলাম 
এক নদী ভরা স্নান,
তোমাকেই মনে ধরেছে তাই 
পুরোনো খাতায় লিখে রাখলাম,
নতুন -- প্রেমের গান।। 

আমি চেনা গলি, চেনা রাজপথ 
চেনা আলো দিয়ে 
মোড়া নগরের থেকে এসেছি। 
তোমার অচেনা দালানে যত পাখি আছে 
বলেছে আমাকে যা বলার আছে,
চুপ করে আমি সেই সব কথা শুনেছি,
আমি শুনেছি, আমি শুনেছি। 
নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে 
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে,
আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি। 

তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম
মন ভালো করা আলোয়,
তোমাকেই মনে ধরেছে 
দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে,
বেশ দুজনে মন্দ ভালোয়।। 

Notun Premer Gaan Lyrics In English :

Tomakei bhalo legeche 
Tai tomar dalan jure anklam
Ek nodi bhora snan
TOmakei mone dhoreche tai
Purono khatay likhe rakhlam
Notun premer gaan
Amar andhar dinolipi jure
Jwele dao tumi aalo
Aaro bhalo aaro bhalobeshe tumi
Uthon sajiye dao
Tomar aador aalgoch kore
Mayabhora chokhe dhale
Aaro aalo ronge tumi
E maati rangiye dao
Jeno amar vanga e janalar fanke
Tomar angul chowa lege thake
Bari phire eshe tomari anchole
Klantir oboshan
Ami chena goli chena rajpoth
Chena aalo diye
Mora nogorer theke esechi
Tomar ochena dalane joto pakhi ache
Boleche amake ja bolar ache
Chup kore ami sei sob kotha shunechi
Niyechi se kotha hridoye jomiye
Vangoner sur diyechi thamiye
Andhar soriye tomakei ami chinechi
Tomakei bhalo legeche 
Tai tomar uthon sajiye dilam
Mon bhalo kora aaloy
Tomakei mone dhoreche 
dekho kete jabe thik kete jabe
Besh dujone mondo bhaloy              
Tab not available
 Buy song Notun Premer Gaan on iTunes store

Support artists with purchashing the original song!

share Share
TikTok top songs playlist 2022
All Artists:
All Artists: # A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z