Capo: 2nd fret C Em Am C কত কথা বলা হলো না প্রিয় C Em G কত সূর্য মুখীর মনভার, F G আমার শহর জুড়ে কুয়াশা ঘুম Dm C নীরবে জমা ব্যথার পাহাড়। C Em C ভুলে যাওয়া গানের কলির মতো সময় C Em F ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে, C Em C ভুলে যাওয়া গানের কলির মতো সময় C Em F ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে, D G D G ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি G F C জোনাকিরা আমায় ভালোবাসে। C Em Am C কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয় C Em G কত সন্ধ্যের পথ অন্ধকার, F G হেঁটে চলি আজ সে পথ ধরে Dm C যে পথ আমার একার। C Em C রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা C Em F একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল, C Em C রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা C Em F একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল, D G D G কথা দিয়ে ছিলে এক সুর বাঁধার G F C তারই খুঁজে যাই অন্তমিল। C Em Am C কত কথা বলা হলো না প্রিয় C Em G কত সূর্য মুখীর মন ভার, F G আমার শহর জুড়ে কুয়াশা ঘুম Dm C নীরবে জমা ব্যথার পাহাড়।
Lyrics not available
Tab not available
Buy song
Koto Kotha Bola Holo Na Priyo on iTunes store
Support artists with purchashing the original song!
Leave a comment