Capo: 5th fret

[Intro]
Bm    A     G
D     Bm    G       A
D     Bm    G       A
 
 
[Verse 1]
D     Bm    G       A
রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে
D     Bm    G       A
ফিরবে না আর জানিয়ে গেলে
D     Bm    G       A
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
D     Bm    G       A
মন কেঁদে যায় অন্তরালে
 
Bm   A       G          D
তুমি কেঁদেছিলে নিরবে কোনো অবহেলায়
Bm   A       G          A
আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে
 
 
[Chorus]
D     Bm    G       A
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
D     Bm    G       A
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
D     Bm    G       A
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
D     Bm    G       A
ছিলো না হতাশা আলোকিত জীবনে
 
 
[Bridge]
A#                      Am
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
A#           A      C      A
তুমি ছাড়া জীবনে...
 
 
[Verse 2]
D     Bm    G       A
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
D     Bm    G       A
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়
D     Bm    G       A
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
D     Bm    G       A
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়
 
 
[Chorus]
D     Bm    G       A
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
D     Bm    G       A
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
D     Bm    G       A
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
D     Bm    G       A
ছিলোনাহতাশাআলোকিতজীবনে
              রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে
ফিরবে না আর জানিয়ে গেলে,
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
মন কেঁদে যায় অন্তরালে। 

তুমি কেঁদেছিলে নিরবে, কোনো অবহেলায়
আমি বুঝিনি কি শূন্যতা, হাসির আড়ালে ..

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে। 

শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
তুমি ছাড়া জীবনে .. ও..

মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়,
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়। 

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে।               
Tab not available
 Buy song Hariye Tomaka on iTunes store

Support artists with purchashing the original song!

Not signed in yet? Click here to sign in



Master. Play. Share.

Share the tabs you’ve mastered and inspire others to follow your lead!

Publish Tab Now

Master. Play. Share.

Share the tabs you’ve mastered and inspire others to follow your lead!

Publish Tab Now
All Artists:
All Artists: # A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z