Capo: 1st fret [Intro] A E F#m E [Verse 1] A তুমি তোমার মতো, E আমি আমার মতো, F#m E A সরে গেছি দুজনে আজ বহুদুরে। [Verse 2] A তুমি তোমার মতো, E আমি আমার মতো, F#m E A রাখনি মনেতে আমায় কোন ভুলেও। [Pre-Chorus] A আমিতো ডাকবো না, তোমারই নাম, E কোন সুরে, আমার এ গানে, F#m দূরে থেকেই - সুখে থাকো, E শুধু প্রতিরাত। [Chorus] A তুমি জোছনা হয়ে, F#m শুধু আলো ছড়াবে। D আমি সে আলো ছুঁয়ে, E ঘুমিয়ে যাবো রাতে। A হবো একা না তো আর, F#m ভেঙ্গে যাবো না তো আর, D আমি সে আলো ছুঁয়ে, E ঘুমিয়ে যাবো রাতে। [Verse 3] A কথা হবে না আর, E দেখা হবে না আর, F#m E হবে না আর ভালোবেসে A মান অভিমান। [Verse 4] A কাঁদবো না তো আর, E হাসবো না আর, F#m E A নীরবে হারিয়ে গেছে সে পিছু টান। [Pre-Chorus] A আমিতো বলবো না, আমার ব্যথা, E কোন সুরে তোমারই গানে, F#m দূরে থেকেই, সুখে থাকো, E শুধু প্রতিরাত। [Chorus] A তুমি জোছনা হয়ে, F#m শুধু আলো ছড়াবে। D আমি সে আলো ছুঁয়ে, E ঘুমিয়ে যাবো রাতে। A হবো একা না তো আর, F#m ভেঙ্গে যাবো না তো আর, D আমি সে আলো ছুঁয়ে, E ঘুমিয়ে যাবো রাতে। [Outro] A তুমি জোছনা হয়ে, F#m শুধু আলো ছড়াবে। D আমি সে আলো ছুঁয়ে, E ঘুমিয়ে যাবো রাতে।
তুমি তোমার মত .. আমি আমার মত .. সরে গেছি দুজনে আজ বহুদূরে। তুমি তোমার মতো, আমি আমার মতো, রাখোনি মনেতে আমায় কোন ভুলেও। আমিতো ডাকবো না, তোমারই নাম, কোন সুরে, আমার এ গানে, দূরে থেকেই, সুখে থাকো, শুধু প্রতি রাত। তুমি জোছনা হয়ে, শুধু আলো ছড়াবে। আমি সে আলো ছুঁয়ে, ঘুমিয়ে যাবো রাতে। হবো একা না তো আর, ভেঙ্গে যাবো না তো আর, আমি সে আলো ছুঁয়ে, ঘুমিয়ে যাবো রাতে। কথা হবে না আর, দেখা হবে না আর, হবে না আর ভালোবেসে মান অভিমান। কাঁদবো না তো আর, হাঁসবো না আর, নীরবে হারিয়ে গেছে সে পিছু টান। আমিতো বলবো না, আমার ব্যথা, কোন সুরে তোমারই গানে, দূরে থেকেই, সুখে থাকো, শুধু প্রতি রাত। তুমি জোছনা হয়ে, শুধু আলো ছড়াবে। আমি সে আলো ছুঁয়ে, ঘুমিয়ে যাবো রাতে। হবো একা না তো আর, ভেঙ্গে যাবো না তো আর, আমি সে আলো ছুঁয়ে, ঘুমিয়ে যাবো রাতে। তুমি জোছনা হয়ে, শুধু আলো ছড়াবে। আমি সে আলো ছুঁয়ে, ঘুমিয়ে যাবো রাতে। Ami Amar Moto Lyrics In English- Tumi tomar moto, Ami amar moto Sore gechi dujone aaj bohudure Tumi jochona hoye shudhu aalo chorabe Ami se alo chuye ghumiye jabo raate
Tab not available
Buy song
Ami Amar Moto on iTunes store
Support artists with purchashing the original song!